মজুরির ২০০ টাকা চাইতে গিয়ে ঘুষিতে গেল রাজমিস্ত্রির প্রাণ
৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:০২
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাজের পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ঘুষিতে মারা গেছেন একজন রাজমিস্ত্রী।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। মৃত ইয়ার হোসেন (৫৫) আরজি সাহাপুর-তারাগনা গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ইয়ার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। একই গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে মেহেদী আকন্দের কাছে ইয়ার হোসেনের কাজের দুইশ টাকা পাওনা ছিল। রাতে তারাগনা চার মাথা মোড়ে পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় মেহেদী আকন্দ ইয়ার আলীকে ঘুষি মারেন। এসময় ইয়ার আলী অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুল ইসলাম শাহীন এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে মরদেহ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।