Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগের অভিন্ন নীতিমালা প্রত্যাখান করে ঢাবি শিক্ষকদের বিবৃতি


৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাবিত অভিন্ন নীতিমালা প্রত্যাখান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা বিবৃতি দিয়েছেন। এ ব্যাপারে কোন প্রজ্ঞাপন জারি না করারও আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাবি শিক্ষক সমিতির সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সই করা এ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ, পদোন্নয়ন/পদোন্নতি বিধিমালা, ২০১৯‘ নামে ইউজিসি কর্তৃক প্রস্তাবিত নীতিমালা পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের স্বার্থ পরিপন্থি এবং ১৯৭৩ এর আদেশের সঙ্গে সাংঘর্ষিক বিধায় আমরা এই নীতিমালা প্রত্যাখান করছি।

প্রস্তাবিত বিধিমালায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে— অন্য কোনো বিধিমালা, আদেশ, নির্দেশ, পরিপত্র ইত্যাদিতে যা কিছু থাকুক না কেন, এ বিধিমালার বিধানসমূহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে প্রাধান্য পাইবে। এর অর্থ হচ্ছে এই বিধিমালা ‘১৯৭৩ এর আদেশের’ চেয়েও বেশি প্রাধান্য পাবে। এ বিধিমালায় কী কী থাকছে বা না থাকছে সে ব্যাপারেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্ধকারে রাখা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিধিমালায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির শেষ ধাপ এবং প্রান্তিক সুযোগ সুবিধার বিষয়ে একই বেতন স্কেলের অন্যান্যদের সঙ্গে বর্তমানে বিশাল বৈষম্য রয়েছে। এ ব্যাপারেও প্রস্তাবিত বিধিমালায় কিছুই উল্লেখ করা হয়নি। আমরা প্রস্তাবিত অভিন্ন নীতিমালা প্রত্যাখান করছি এবং এ ব্যাপারে কোনো প্রজ্ঞাপন জারি না করার জোর দাবি জানাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

বিবৃতি স্বাক্ষর করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মুক্তার আলী, মো. আল আমিন, অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক ড. মো. মেহেদী মাসুদ, অধ্যাপক ড. মো. নুরুল আমিন, ইসরাফিল প্রামাণিক, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, অধ্যাপক মো. মাহফুজুল হক, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. কামরুজ্জামান, অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম।

আরও সই করেছেন অধ্যাপক ড. হায়দার আলী, অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ূয়া, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, রাশীদ মাহমুদ, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক আ কা ফিরোজ আহমদ, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, মোহাম্মদ সফিউল্লাহ, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান, অধ্যাপক মো. মাহ্ফুজুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক ড. মো. আবুল বাশার, অধ্যাপক ড. শেখ নজরুল ইসলাম, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার, অধ্যাপক এ এস এম মহিউদ্দিন, অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান।

বিজ্ঞাপন

আরও সই করেছেন- অধ্যাপক ড. নেভিন ফরিদা, অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন তারেক, অধ্যাপক ড. মো. আব্দুল কাদের, মো. মাজহারুল আনোয়ার, অধ্যাপক ড. মো. আবদুর রব, অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম, অধ্যাপক ড. মো. আবুল বাসার, কাওসার হোসেন টগর, অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. মো. আনিছুর রহমান খান, অধ্যাপক ড. মো. কামরুল এহসান, অধ্যাপক ড. মো. সায়েদুল ইসলাম, অধ্যাপক ড. খোন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূইয়া, অধ্যাপক ড. মো. খলিলুর রহমান, অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. এ.এ. মাহবুব উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. এস. এম. মোস্তফা আল-মামুন, অধ্যাপক শামীম শামছি, অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. রাজিয়া বেগম, অধ্যাপক ড. সাহিদা ইসলাম, অধ্যাপক ড. ছগীর আহমেদ, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক ড. মো. শামসুল আলম, এম এ কাউসার, মোহাম্মদ আসাদুজ্জামান।

বিবৃতিতে সই করা শিক্ষকদের মধ্যে আরও আছেন- অধ্যাপক ড. মো. শফিকুর রহমান, অধ্যাপক ড. ইউসুফ ইবনে হোসাইন, অধ্যাপক ড. মো. মাসুদ আলম, ড. শেখ মো. ইউসুফ, আবদুল আজিজ, অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আকন্দ, ড. শাহনুর হোসাইন, মিসেস সাবরিনা শাহনাজ, রেজা আসাদ হুদা অনুপম, ড. মো. আজহারুল ইসলাম, ড. শেখ মনির উদ্দিন, অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, অধ্যাপক ড. মো. আবদুল করিম, অধ্যাপক ড. মো. আবদুস সালাম, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ড. মো. নাদিরুজ্জামান মন্ডল, অধ্যাপক ড. মো. হাসান উজ্জামান, অধ্যাপক ড. মহব্বত আলী, অধ্যাপক ড. মো. খলিলুর রহমান, অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান, অধ্যাপক ড. আফরোজ সুলতানা চ্যামন, অধ্যাপক ড. আবদুস সালাম, ড. আরিফ বিল্লাহ, অধ্যাপক ড. নাজমুল আহসান, অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, ড. মো. সাইফুল ইসলাম, ড. মুহাম্মদ মেজবাহ উল ইসলাম, ড. মু: মুছলেহ উদ্দীন, অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল লতিফ, ড. মুহাম্মদ ইউসুফ।

সই করেছেন আরও যারা- ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন, ড. মুহাম্মদ শামছুল আলম, ড. শাকিল উদ্দিন আহমেদ, ড. মুর্শিদা বেগম, মৌটুসী তানহা, ড. মোহাম্মদ আজহারুল ইসলাম, ড. মোহাম্মদ শরীফুর রহমান, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহা. জাহাঙ্গীর আলম, মো. আবুল কায়সার, ড. মো. রুহুল আমিন, মো. রফিকুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, সেহেলী পারভীন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, মোহাম্মদ দাউদ খান, মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মামুন চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুক, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ড. মো. বেলাল হোসেন, মো. মেহেদী হাসান খান, ড. মিরাজ কুবাদ চৌধুরী, অধ্যাপক ড. শাহ এমরান, অধ্যাপক ড. সেলিম রেজা, অধ্যাপক ড. এটিএম জাফরুল আজম।

আরও সই করেছেন- অধ্যাপক ড. হাফিজউদ্দিন ভূঁইয়া, মো. আবদুল কাদির, মো. আলমগীর হোসেন, মো. আজহারুল ইসলাম, ড. মো. তাজুল ইসলাম, ড. মো. মিজানুর রহমান, মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, মো. রবিউল হক, মো. কুতুব উদ্দিন, অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, ড. মো. জসিম উদ্দীন, আ ন ম সালাহ উদ্দিন, অধ্যাপক ড. হাসান তালুকদার, মো. রাশেদুজ্জামান, কাজী মাহবুবুর রহমান, আবদুস সালাম, মো. আলমগীর হোসেন সম্রাট, আবু আসাদ চৌধুরী, আমিরুস সালাত, অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া, মিসেস নুসরাত ফাতেমা, ড. এ টি এম মোস্তফা কামাল, মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রুহুল আমিন, ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, মো. নুরুল আমিন, ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, ওমর ফারুক, সাইফুদ্দিন আহমেদ, ড. হাফিজ মুজতবা রিজা আহমাদ, অধ্যাপক ড. মো. সানাউল্লাহ, মো. রফিকুল ইসলাম, ড. মঈনুল ইসলাম, ড. মু আরিফুল হক, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।

টপ নিউজ ঢাবি শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যাখান শিক্ষক নিয়োগ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর