Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ঝাড়ু মিছিল, লালমনিরহাটে রওশনের কুশপুত্তলিকা দাহ


৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দলীয় কার্যালয়ের সামনে রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ করেছেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আলোরূপা মোড়ে জাপা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় তারা রওশন এরশাদকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

জাপা

তারা বলেন, দলের চেয়ারম্যান পদে জি এম কাদের ছাড়া তারা অন্য কাউকে মানবেন না। বিক্ষোভ কর্মসূচি শেষে দলীয় কর্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জাপার সদস্য সচিব মো. সেকেন্দার আলী।

জাপা

তিনি বলেন, পার্টির প্রতিষ্ঠাতা জি এম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আজ দলের কতিপয় নেতা তা অমান্য করে রওশন এরশাদকে চেয়ারম্যান হিসাবে নির্ধারণের ষড়যন্ত্র করছে। দলের চেয়ারম্যান পদে জি এম কাদের ছাড়া আমরা কাউকে মানি না।

বিজ্ঞাপন

একই দাবিতে এদিন রংপুরে ঝাড়ু মিছিল বের করে মহানগর জাতীয় মহিলা পার্টি। বিকেলে জাপা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ফের পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এতে মহানগর মহিলা পার্টির আহ্বায়ক জেসমিন আক্তার, সদস্য সচিব জোসনা বেগম এবং বিভিন্ন ওয়ার্ড নেতারা বক্তব্য রাখেন।

জাপা

বিজ্ঞাপন

রিয়েলমি ফোনে মূল্যছাড়
১০ জুলাই ২০২৫ ১৭:২৭

আরো

সম্পর্কিত খবর