দ. কোরিয়ায় টাইফুন লিংলিং, ব্যাহত বিমান চলাচল
৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৯
শক্তিশালী টাইফুন লিংলিং দক্ষিণ কোরিয়ায় আঘাত হানতে শুরু করেছে। টাইফুনের প্রভাবে শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে সেখানে ভারী বৃষ্টিপাত ও ঝড় বয়ে যাচ্ছে। আবহাওয়া প্রতিকূলে থাকায় বাতিল বা পরিবর্তন করা হয়েছে ২৭০টির বেশি ফ্লাইট। খবর কোরিয়া হেরাল্ডের।
দেশটির আবহাওয়া সংস্থা জানায়, দক্ষিণের গুনসান শহরের উত্তর দিকে এটি ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগে সরে যাচ্ছে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিউলের ইনচন বিমানবন্দরের ১৫০টিরও বেশি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া জিজু দ্বীপেরও বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ১২০টি ফ্লাইট।
এখন পর্যন্ত টাইফুনের আঘাতে কোনো প্রাণহানি না ঘটলেও গাছপালা উপড়ে রাস্তায় পড়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটছে। পুরোপুরি শক্তি নিয়ে আঘাত হানলে টাইফুন লিংলিং-এ অনেক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।