Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যামাজন রক্ষায় ব্রাজিলসহ ৭ দেশের চুক্তি


৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৯

পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট অ্যামাজন রক্ষায় চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ আমেরিকার ৭টি দেশ। ভয়াবহ দাবানলে অ্যামাজনের ক্ষয়ক্ষতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের পরিপ্রেক্ষিতে দেশগুলো এই চুক্তির সিদ্ধান্ত নেয়। চুক্তিতে অন্তর্ভুক্ত দেশগুলো হলো অ্যামাজনের অধিকারী বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গুয়েনা, পেরু ও সুরিনেম।

সংবাদমাধ্যম বিবিসির খবরে শনিবার (৭ সেপ্টেম্বর) এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কলম্বিয়ায় এক বৈঠকে মিলিত হয় অ্যামাজন রক্ষায় এক হওয়া এই দেশগুলো। সম্মেলনে ৭টি দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন। জোটটি অ্যামাজনে পুনঃ বনায়ন ও উপগ্রহচিত্র বিশ্লেষণ করে অ্যামাজনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সম্মত হয়।

অনুষ্ঠানের আয়োজক দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকি বলেন, এই বৈঠকে জোরারোপ করা হচ্ছে অ্যামাজন রক্ষায় সমন্বয়ের ওপর।

পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা বলেন, একার সদিচ্ছা এখন আর যথেষ্ট নয়।

এছাড়া অ্যামাজনের অধিবাসীদের শিক্ষা ও জীবনযাপনের বিষয় আরও বেশি তৎপর হতে দেশগুলো সিদ্ধান্ত নেয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত চলতি বছর ব্রাজিলের অ্যামাজনে ৮০ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে।

অ্যামাজন চুক্তি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর