Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতীতে স্বৈরাচার হটিয়েছি, এবারও জয় নিশ্চিত: ড. কামাল


৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫২

ড. কামাল

ঢাকা: সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশ যেভাবে চলছে, আগামীতে দেশ আরও গভীর সংকটে পড়বে। সরকারের নিয়ন্ত্রণে জনগণ নেই। বলা হচ্ছে— এ সরকার গণতান্ত্রিক সরকার। কিন্তু জনগণের কেউ তাদের ভোট দেয়নি।

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরামের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতির বক্তব্যে গণফোরাম সভাপতি এ সব কথা বলেন।

কামাল বলেন, ‘দেশে সুশাসন নেই, আইনের শাসন নেই। তাই দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গত ৫০ বছরে দেশের জনগণ সুশাসন পায়নি। অতীতেও আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটিয়েছি। এবারও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটানো হবে। ইনশাল্লাহ এবার আমাদের জয় হবে, আমাদের জয় সুনিশ্চিত।’

ড. কামাল বলেন, ‘দেশে আইনের শাসন নেই। আইনের শাসন রক্ষা করতে পারলে গণতন্ত্র রক্ষা পাবে। যারা সংবিধানের মূলনীতি নিয়ে দ্বিমত পোষণ করেন তারা দেশকে অস্বীকার করেন। দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে সংবিধান মেনে দেশ পরিচালনা হতো। তারা রাষ্ট্র পরিচালনায় দেশ নিরপেক্ষ থাকত।’

গণফোরাম সভাপতি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য জনগণের ঐক্য গড়ে তুলে স্বাধীনতা রক্ষা করা। আজকে দুইবছর পর বাংলাদেশের বয়স ৫০ বছর হবে। আমরা স্বপ্নের বাংলাদেশ পেয়েছি কি না এটি প্রশ্ন? কার্যকর গণতন্ত্র পেয়েছি কি না এটিও একটি প্রশ্ন। আমরা কার্যকর গণতন্ত্র ও শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি।’

গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর।

বিজ্ঞাপন

গণতন্ত্র গণফোরাম গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ড. কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর