Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের বাধায় টাঙ্গাইল বিএনপির বিক্ষোভ পণ্ড


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

টাঙ্গাইল: দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী তারা এই কর্মসূচি পালন করে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। এতে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

এ সময় সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবীদ শামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বলা হয় শুক্রবার সারাদেশে বিক্ষোভ ও শনিবার শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করা হবে।

সারাবাংলা/এমএইচ/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর