Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে বিজ্ঞান মেলা শুরু


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৬

জাবি করেসপন্ডেন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেলায় জাবি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। মেলার আয়োজক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাইন্স ক্লাব (জেইউএসসি)।

শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।

‘জেইউএসসি ন্যাশনাল সাইন্স ফেস্ট-২০১৮’ নামে এই মেলার এবারের স্লোগান ‘বি ইনোভেটিভ, মেক ইনোভেটিভ’। মেলায় থাকছে বিজ্ঞান কুইজ, প্রজেক্ট শো, বিজ্ঞান ভিত্তিক পোস্টার উপস্থাপন। মেলায় ১০টি বিশ্ববিদ্যালয়, ২০টি কলেজ ও ২০টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেইউএসসি’র সভাপতি সাহারিয়ার কবির সোহাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, ‘আগে আমাদের ৭ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হতো। এখন জনসংখ্যা বেড়েছে। আমাদেরকে ১৬ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে। এটা সম্ভব হয়েছে বিজ্ঞানের কল্যাণে। ভবিষ্যতে আরও লোকসংখ্যা বাড়বে। এতে সমস্যাও বাড়বে। তোমরা ভবিষ্যতের বিজ্ঞানী, তোমাদেরকে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, জেইউএসসি’র উপদেষ্টা অধ্যাপক মো. খবির উদ্দিনসহ আরও অনেকে।

সারাবাংলা/টিআই/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর