দোয়া-মাহফিলের নামে রোহিঙ্গা সমাবেশ ঘটিয়েছে পাকিস্তানপন্থি এনজিও
৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৮
ঢাকা: টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শিবিরে কোনো এনজিও উসকানিমূলক কর্মকাণ্ড করছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মধ্যে পাকিস্তানপন্থি কয়েকটি এনজিও চিহ্নিত করা হয়েছে; যারা রোহিঙ্গাদের দোয়া মাহফিলের কথা বলে সমাবেশে রূপান্তর ঘটিয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে কাজ করে এনজিওদের বিষয়ে সরকারের কাছে কোন ধরনের তথ্য রয়েছে তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আর আমরা রোহিঙ্গা বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেছি। ’
ওবায়দুল কাদের জানান, মিয়ানমারের সেনাবাহিনীর দমন-নিপীড়নের সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিকতা ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমেরিকা বাংলাদেশের পাশে রয়েছে। তবে রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি, পরিবেশ, টুরিজম এবং নিরাপত্তা হুমকিতে পড়ছে। ’
এ জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিতে আমেরিকার সহযোগিতা চেয়েছেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের দোয়া মাহফিল পাকিস্তানপন্থী এনজিও রোহিঙ্গা সমাবেশ