Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী ইন্টারন্যাশনালের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত


৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:২২

ঢাকা: গাজী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গাজী ইন্টারন্যাশনালের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের চিফ অ্যাডভাইজার ড. সানিয়া বিনতে মাহতাব।

সারাদেশ থেকে আসা বিক্রয়কর্মীদের উদ্দেশে সানিয়া বিনতে মাহতাব বলেন, ‘আপনাদের অক্লান্ত পরিশ্রমেই আজ প্রতিষ্ঠানটি এখানে এসে দাঁড়িয়েছে। আপনাদের প্রতিভা ও শ্রমে আমরা দিনে দিনে এগিয়ে যাচ্ছি। আপনাদের এই ঋণ শোধ করার মতো নয়।’

অনুষ্ঠানে গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান বলেন, ‘আপনারা দিন দিন যেভাবে এগিয়ে চলছেন তাতে আমরা সন্তুষ্ট। আশা করি আগামীতেও কোম্পানির দেওয়া টার্গেট পূরণ করবেন। আপনাদের সবার সুস্বাস্থ ও মঙ্গল কামনা করছি।’

গাজী ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বিক্রয়কর্মীদের উদ্দেশে বলেন, ‘গত অর্থবছরের মতো আগামীতেও সফলতা ধরে রাখতে সবাইকে আরও কঠোর পরিশ্রমী হতে হবে। এ বছরও টার্গেট পূরণে কোম্পানির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এ ক্ষেত্রে আপনারা আশা করি আরও বেশি উদ্যোগী হবেন।’

কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন এমন ৪৭ জন বিক্রয় প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেন গাজী গ্রুপের চিফ অ্যাডভাইজার ড. সানিয়া বিনতে মাহতাব।

এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় বার্ষিক বিক্রয় সম্মেলন। কনফারেন্সে সারাদেশের ৪০০-এর বেশি বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

গাজী ইন্টারন্যাশনাল সেলস কনফারেন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর