Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ অধিবেশন শুরু, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত


৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০১

সংসদ ভবন থেকে: স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। তবে স্পিকার চাইলে অধিবেশনের সময় বাড়াতে বা কমাতে পারেন। স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া বৈঠকে অংশ নেন বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, বিএনপি দলীয় সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা অংশ গ্রহণ করেন।

বৈঠকে জানানো হয়, একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদে উত্থাপণের জন্য তিনটি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। এর আগে অনিষ্পন্ন দুটি সরকারি বিল পাশের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের কাছ থেকেও একটি বিলের নোটিশ পাওয়া যায়। তাছাড়া এর আগে পাওয়া ও অনিষ্পন্ন একটি বেসরকারি বিল রয়েছে।

আরও জানানো হয়, সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭০টি ও মন্ত্রীর জন্য ১ হাজার ৫৫৩টিসহ মোট ১ হাজার ৬২৩টি প্রশ্ন পাওয়া গেছে। সিদ্ধান্ত প্রস্তাব (বিধি ১৩১) এ ১০৯টি, মূলতবী প্রস্তাবের সংখ্যা (বিধি ৬২) ১৫টি ও মনোযোগ আকর্ষণের নোটিশ (বিধি ৭১) ৬০টি পাওয়া গেছে। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বৈঠকের কার্যপত্র উপস্থাপন করেন।

অধিবেশন সংসদ স্পিকার


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর