Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদীয় গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখবে ‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’


৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩০

সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে মঈন উদ্দীন খান বাদলের দেওয়া বক্তব্যের সংকলন ‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, এই গ্রন্থটি সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার আরও বলেন, মঈন উদ্দীন খান বাদল একজন দক্ষ পার্লামেন্টেরিয়ান। তিনি বস্তুনিষ্ঠ সমালোচনার মধ্য দিয়ে সংসদকে প্রাণবন্ত করে রাখেন। তার রয়েছে এক নিজস্ব প্রতিবাদী সত্ত্বা। সংসদে তিনি কার্যপ্রণালী বিধি মেনে, নির্ধারিত সময়ের মধ্যে সুচিন্তিত বক্তব্য রাখেন। তার বক্তব্যে গভীর রাজনীতি, দর্শন ও ইতিহাস খুঁজে পাওয়া যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থটির প্রকাশক সেলিনা খান বাদল। এ সময় বিজিএমইএ-এর সভাপতি ড. রুবানা হক, ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি বক্তব্য রাখেন।

মঈন উদ্দীন খান বাদল সত্যের স্পর্ধিত উচ্চারণ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর