Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে বালু উত্তোলন, নেত্রকোনায় ৫ প্রতিষ্ঠানকে ১৮ লাখ জরিমানা


৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৬

নেত্রকোনা: নেত্রকোনায় কংস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।

এগুলো হলো— ইসলাম ট্রেডার্স, হাসান হোসেন ট্রেডার্স, রওশন ট্রেডার্স এবং আবুল ফতাহ ও শামীম আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠান। এ সময় বালু উত্তোলনের মেশিন ও অন্যান্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ফেলা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সদর উপজেলার বড়ওয়ারী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কংস নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন।

জেলা প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনা করেন সদর উপজেলার ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:
কংস নদে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে ফসলরক্ষা বাঁধ

কংস নদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর