Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিভেছে নির্বাচন কমিশন ভবনের আগুন


৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৬

নির্বাচন কমিশনের আগুন নিয়ন্ত্রণে। ছবি: সারাবাংলা

নেভানো হয়েছে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ভবনে লাগা আগুন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানালেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান।

কামরুল হাসান বলেন, নির্বাচন কমিশন ভবনে আগুন লাগে ১১টা ৬ মিনিটে। ফায়ার সার্ভিস সেখানে ১১টা ১০ মিনিটে পোঁছায়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

তবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি কামরুল হাসান। তিনি বলেন, আগুন লাগার কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্তের শেষে আগুন লাগার কারণ জানা যাবে।

এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৬ মিনিটের দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্টে আগুন লাগে। সেসময় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

আরও পড়ুন: নির্বাচন ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

আগুন ইসি নির্বাচন কমিশন নির্বাচন ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর