Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি


৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৬ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৮

ঢাকা: যুক্তরাজ্যে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তিনি।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছলে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, তিন বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র সচিব (নিরাপত্তা বিভাগ), সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভগের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এর আগে নিয়মিত মেডিকেল চেক আপের জন্য গত  ৩১ আগস্ট লন্ডনে যান রাষ্ট্রপতি। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় ভুগছেন।

মেডিকেল চেক আপ রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর