Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরগুনা: বরগুনার খাজুরতলা এলাকায় ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এ উপকেন্দ্রের উদ্বোধন করেন।

পাওয়ার গ্রিড কোম্পানি বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন জানিয়েছেন, বরগুনার খেজুরতলায় ৫ একর জমির উপর গ্রীড সাব স্টেশনটি নির্মিত হবে। এটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৪৫ কোটি টাকা। গ্রীড উপকেন্দ্র নির্মাণের পাশাপাশি আরো ৭৭ কোটি টাকা ব্যয়ে বাকেরগঞ্জ থেকে বরগুনা পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা হবে। ২১০৯ সালের ডিসেম্বর মাসে এর কাজ শেষ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুজ্জামান, পুলিশ সুপার বিজয় বসাক, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি জাহাঙ্গীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল প্রমুখ।

সারাবাংলা/এমএইচ/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর