Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে গ্রেফতারি পরোয়ানা


৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিল্টন হোসেন এই আদেশ দেন।

এদিন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আকরাম হোসেন বাদল আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-১০৮৭। মামলায় বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস এবং সাধারণ সম্পাদক কাওছার এম আহম্মেদকে আসামি করা হয়েছে।

বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরুল হুদা। তিনি সাংবাদিকদের জানান, বাদী তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং মানহানির অভিযোগ এনেছেন। গত ১৮ আগস্ট লন্ডনের একটি অনুষ্ঠানে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার সামিল। আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।

বিজ্ঞাপন

কটুক্তি গ্রেফতারি পরোয়ানা তারেক রহমান বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর