Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা বিএনপি এমপি হারুনের


৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫২ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারুন অর রশিদ, ফাইল ছবি

সংসদ ভবন থেকে: চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই আসনের সংসদ সদস্য বিএনপি নেতা মো. হারুনুর রশীদের খোঁজ নিয়েছিলেন। এ কারণে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির এই এমপি।

সোমবার (৯ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরের সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে হারুনুর রশীদ তারকা চিহ্নত প্রশ্ন ৫৪ উত্থাপন করেন। রেলপথ বিষয়ক মন্ত্রীকে ওই প্রশ্ন করে উত্তর জানার পর হারুনুর রশীদ সম্পূরক প্রশ্ন করেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, আমি আপনার (স্পিকারের) মাধ্যমে সংসদ নেতা প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে আমি দাওয়াত পেয়েছিলাম, কিন্তু উপস্থিত থাকতে পারিনি। আমাকে দেখতে না পেয়ে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন, হারুন কোথায়? এ কারণে আমি সংসদ নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এরপর মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হারুনুর রশীদ ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দ্রুত ডাবল রেললাইন স্থাপনের অনুরোধ জানান।

ফাইল ছবি

এমপি হারুন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা বিএনপির এমপি হারুনুর রশীদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর