Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা কোনো প্রতিহিংসামূলক রাজনীতি করি না: নাসিম


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা কোনোভাবেই প্রতিহিংসামূলক রাজনীতি বিশ্বাস করি না। একটি রায়কে কেন্দ্র করে বিএনপি নেতৃবৃন্দরা অনেক কথা বলছেন। আইন তার কাজ করেছে। আদালত যা ভালো বোঝেন তাই রায় দিয়েছেন।’

তিনি আরও বলেছেন, ‘এই রায়ে যদি কোনো বক্তি সংক্ষুব্ধ হয়। তার অধিকার আছে উচ্চআদালতে আপিল করার। সেই অধিকার বাংলাদেশে এখনো আছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে আইন আছে।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এত ভয় পান কেন? এত কাঁদচ্ছেন কেন? সত্যিকার রাজনৈতিকবিদরা কখন ভয় পাই না। আইন তার কাজ করেছে আদালত তার কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘২১ বছরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার হত্যার বিচার পাননি। অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে তার বিচার আমরা পাইনি। এমন কি এইসব বিষয়ে তদন্ত পর্যন্ত হয়নি।’

চাপাইনবাবগঞ্জ জেলার সমিতি ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আব্দুল ওদুদ এমপি,  মহা. গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, মোহা. গোলাম  রাব্বানী এমপি।

সারাবাংলা/এআই/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর