Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনিয়ার সঙ্গে ব্যবসার সম্ভাবনাময় খাত অনুসন্ধানের নির্দেশনা


১০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫২

কেনিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাময় খাতগুলো অনুসন্ধানের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে কেনিয়ার আশপাশের দেশগুলোতেও বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে পারবে কি না, তা অনুসন্ধান করার নির্দেশনা দিয়েছেন তিনি।

কেনিয়া প্রজাতন্ত্রে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতির সঙ্গে তার সরকারি বাসভবন বঙ্গভবনে সোমবার দুপুরে সাক্ষাৎ করেন হাইকমিশনার।

বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে বেশকিছু সম্ভাবনাময় ব্যবসায়িক খাত রয়েছে বলে উল্লেখ করেন। রাষ্ট্রপতি দুই দেশের স্বার্থে সম্ভাবনাময় খাতগুলো যৌথভাবে ব্যবহার করার নির্দেশনা দেন।

এ সময় হাইকমিশনারও তার দায়িত্বপালনের সময় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস।

কেনিয়ায় নবনিযুক্ত হাইকমিশনার কেনিয়ার সঙ্গে বাণিজ্য বাণিজ্যের সম্ভাবনাময় খাত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর