সন্ধ্যার পর আড্ডা, ৯২ শিক্ষার্থী আটক
১০ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৮
পিরোজপুর: পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় রাতে বখাটের উৎপাত ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ। একযোগে জেলার সাতটি উপজেলায় এই অভিযান চালানো হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে পরবর্তী তিন ঘণ্টা চলে এই অভিযান।
পিরোজপুর সদর উপজেলায় অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপারের নেতৃত্বে সদর উপজেলার বলেশ্বর ব্রিজ, নতুন বাস টার্মিনাল, পুরাতন বাস টার্মিনাল, কৃষ্ণচূড়া মোড় ও ক্লাব রোডে অভিযান চালিয়ে আড্ডারত স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
হায়াতুল ইসলাম খান বলেন, কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ করা ও শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে রাখার জন্যই এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে জেলার সাত উপজেলা থেকে ৯২ জন কিশোরকে আটকের পর অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।