Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

দিনাজপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দিনাজপুরে পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি।

বিএনপির নেতারা দাবি করেন, সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে জুমার নামাজের পরে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় তিনজনকে আটক করে পুলিশ। আটক নেতারা হলেন- জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর মুর্শেদ সুমন, মিজান ও ছাত্রদল নেতা সাঈদ।

এর আগে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিএনপি’র দুই নেতা-কর্মীসহ আরো ২৭ জনকে আটক করেছে পুলিশ। জেলায় বর্তমানে পুলিশের কড়া নিরাপত্তা বিরাজ করছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয় আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পুরান ঢাকার প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান এ রায় দেন। তারই প্রতিবাদে বিএনপি দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর