চাকরি সংক্রান্ত আলাপে ডেকে তরুণীকে গণধর্ষণ
১০ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৬
সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক তরুণী গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পরে প্রধান আসামি অ্যাডভোকেট তহিরুল ইসলাম ভূঁইয়ার গাড়ি চালক শারফিন (৩২), স্থানীয় ফজল ভূঁইয়ার ম্যানেজার তুহিন (৪৪) এবং স্থানীয় বখাটে কাইয়ুমকে (২৬) গ্রেফতার করা হয়। এদিকে ঘটনার পর থেকেই তহিরুল ইসলাম পলাতক।
এজাহারে উল্লেখ করা হয়, গতকাল (রোববার) রাতে উত্তর গাজীরচট এলাকার তিনি ধর্ষণের শিকার হন। চাকরি সংক্রান্ত আলোচনা করবেন বলে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলামের চাচাতো ভাই অ্যাডভোকেট তহিরুল ইসলাম ভূঁইয়া তাকে বাড়িতে ডাকেন। সেখানে আসামিরা তাকে গণধর্ষণ করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।