Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৫০ লাখ টাকার বিদেশি ওষুধ আটক


১১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৪

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে প্রায় ৫০ লাখ টাকার বিদেশি ওষুধ আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সারাবাংলাকে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশি চালিয়ে জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০২ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আসাদ গ্রীন চ্যানেল অতিক্রমের পরে তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় তার কাছে কিছু নেই বলে তিনি জানান।

সাজ্জাদ আরও জানান, পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজে চেক করে ১ লাখ ৩২ হাজার পিস বিদেশি ওষুধ পাওয়া যায়। আটক ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আটক ওষুধের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

টপ নিউজ শাজালালে ৫০ লাখ টাকার ওষুধ আটক