নরসিংদী: নরসিংদীতে ডিস ব্যবসা নিয়ে বিরোধের জেরে রহুল আমিন (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহল্লায় জবা টেক্সটাইলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রহুল আমিন একই মহল্লার বিল্লাল মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রুহুল আমিন পেশায় একজন রঙ ব্যবসায়ী। সম্প্রতি রহুল আমিন স্থানীয় ডিস ব্যবসায়ী সারোয়ার হোসেনের কর্মচারী মনির হোসেন এর কাছে এলাকার ডিস ব্যবসার নিয়ন্ত্রণ দাবী করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে বুধবার বেলা সোয়া ১১টার দিকে সারোয়ার হোসেনের ছেলে তানজিল, কর্মচারী মনির, স্থানীয় ছোটন ও হৃদয় নামের চারজন রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ির পাশে জবা টেক্সটাইলের পাশের মাঠে তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। রুহুল আমিনের চিৎকার শুনে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে রুহুল আমিনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এম এন মিজানুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রুহুল আমিন অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। তাঁর বুক, পিঠ, পাজরসহ শরীরের বিভিন্ন যায়গায় ১০/১২ টি কোপের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।’
নিহতের ছোট ভাই আলামিন বলেন, ‘রুহুল আমিন এলাকায় ডিসের ২/৩ শ সংযোগের দায়িত্ব নিতে চেয়েছিলো। এ নিয়ে কয়েকদিন আগে তানজিলদের কর্মচারী মনিরের সঙ্গে ভাইয়ের ঝামেলা হয়। এ ঘটনার জের ধরেই তারা বাড়ি থেকে ডেকে নিয়ে ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’ এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, ‘এক যুবককে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’