Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ ৯৬ শতাংশ ডেঙ্গু রোগী, নতুন ভর্তি ৬৩৪ জন


১১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪০

ঢাকা: ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ৭৮ হাজার ৬১৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ শতাংশ রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিন হাজার ১৬৫ জন রোগী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ৬৩৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, এই ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ২২১ জন এবং ঢাকার বাইরে ৪১৩ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৩৪ জন রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৭৩১ জন।

তিনি আরও জানান, সবশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ হাজার ২৫৫ জন। এখন পর্যন্ত ১৯৭ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৬০ জন ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা জানান, ২০১৯ সালে এখন পর্যন্ত আমাদের কাছে সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৯৭ টি মৃত্যুর ঘটনা এসেছে। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১০১ টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৬০ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৪৯ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৩০ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)তে ১১ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬২ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন ও খুলনা বিভাগে ১৩৮ জন, রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, সিলেট বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

টপ নিউজ ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর