Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর নামে থেরাপি ইনস্টিটিউট করতে চায় চিলি, ঢাকাকে চিঠি


১১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: একটি ফিজিওথেরাপি ইনস্টিটিউটের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে করতে চায় চিলি সরকার। এরই মধ্যে চিলি সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছে। নিয়ম অনুযায়ী চিলি সরকারের চিঠি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে ফরওয়ার্ড করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রতিবন্ধীবান্ধব ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

প্রতিবন্ধীবান্ধব ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে অংশ নেন অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। এ সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিবন্ধীদের নিয়ে গঠিত টাস্কফোর্সের কর্মকাণ্ডে সন্তোষ জানান। একইসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনার সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের নিরাপত্তা, অংশগ্রহণ এবং ক্ষমতায়নে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, বন্যাসহ দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের উন্নয়ন ও নিরাপত্তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে উদ্যোগ বাস্তবায়ন করে আসছে, তাতে সন্তোষ জানিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল।

প্রতিমন্ত্রী আরও জানান, টাস্কফোর্সের উপদেষ্টা হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

চিলিতে ফিজিওথেরাপি সেন্টার টপ নিউজ বঙ্গবন্ধুর নামে থেরাপি সেন্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর