Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অস্ত্রসহ ২ ভাই ও ভগ্নিপতি আটক


১১ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ দুই ভাই ও তাদের ভগ্নিপতিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। তারা ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আটক তিনজন হলেন- মো.নাঈম সরদার(৩৩) ও তার বড় ভাই জুলহাস সরদার(৩৫) এবং তাদের ভগ্নিপতি নুরুল ইসলাম(২৯)।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাহাড়তলী থানার সিগন্যাল কলোনি সড়কের জাকিরের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) মোহাম্মদ রুহুল আমীন সারাবাংলাকে বলেন, ‘দুই ভাই ও ভগ্নিপতি পেশাদার ছিনতাইকারী। দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক ও হত্যা মামলাও আছে। তারা ছিনতাইয়ের জন্য অবস্থান করছে খবর পেয়ে আমরা অভিযান চালাই। তাদের বাসা পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকায়।’

বিজ্ঞাপন

তিনজনের কাছ থেকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ এবং তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এই গোয়েন্দা পরিদর্শক।

তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা রুহুল আমীন।

অস্ত্রসহ আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর