বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
১২ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৫
ঢাকা: বকেয়া বেতন ভাতার দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে নাসা মেইনল্যান্ড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। ফলে মহাখালী হয়ে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে অফিস যাওয়া মানুষ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পোশাক শ্রমিকরা মগবাজার-মহাখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক সারাবাংলাকে জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে একবার এই পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। সেসময় বুঝিয়ে বলার পর তারা সড়ক ছেড়ে চলে যায়। কিন্তু সকালে তারা আবারও সড়ক অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদেরও বোঝানো হচ্ছে।
ওসি আরও বলেন, এই অবরোধের কারণে সাতরাস্তা হয়ে ঢাকার উত্তর ও দক্ষিণ অংশে যাওয়ার সব পথই এখন বন্ধ। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।
এই পরিস্থিতিতে পুলিশের কী ভূমিকা হবে তা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশ দেবে সে অনুযায়ীই কাজ করবে পুলিশ।