Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ডেঙ্গু জ্বরে স্কুলছাত্রীর মৃত্যু


১২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুরাইয়া (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয়।

সুরাইয়া বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুন্সীর মেয়ে।

এ নিয়ে গত ১৬ জুলাই থেকে বরিশালে ডেঙ্গু জ্বরে নয়জন মারা গেল। এরমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন ও গৌরনদীতে একজনের মৃত্যু হয়।

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ টায় হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময়ই তার অবস্থা গুরুতর ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফারহাদ হোসেন জিহাদ (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের শেবাচিম হাসপাতালেই মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ও ৩৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ১৬ জুলাই থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেবাচিম হাসপতালে মোট ভর্তি হয়েছে ২ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে হাসপাতাল ত্যাগ করেছে ২ হাজার ৭১ জন। হাসপাতালে বর্তমানে ভর্তি আছে মোট ৯৯ জন ডেঙ্গু রোগী।

ডেঙ্গু জ্বরে মৃত্যু বরিশালে ডেঙ্গু স্কুলছাত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর