Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে কয়লাবোঝাই জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ


১২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে এমভি হীরা পর্বত-৮ নামে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ও ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় মোট ১২ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনীর চারটি ও কোস্টগার্ডের একটি জাহাজ। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও।

বিজ্ঞাপন

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

উল্লেখ্য, বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারসহ দেশের তিন সমুদ্র বন্দর অর্থাৎ চট্টগ্রাম, মোংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কার কথাও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

কয়লাবোঝাই জাহাজডুবি বঙ্গোপসাগর লাইটার জাহাজ সাঙ্গু গ্যাসফিল্ড