Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করবে রাশিয়া


১২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৮

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দেশটি স্বাধীনতার সময় থেকে এখন পর্যন্ত অনেক সহায়তা করছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহায়তা করবে রাশিয়া।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ তাঁর সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন বলে তিনি জানিয়েছেন। সাক্ষাৎকালে তারা টেলিযোগাযোগ খাতের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মানুষের প্রতি রাশিয়ার সমর্থন ও সহযোগিতা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ‘ডিজিটাল বিপ্লবে বাংলাদেশের অগ্রযাত্রার ধারাবাহিকতার সুফল মানুষ পাচ্ছে। বাংলাদেশে টেলিকম ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার সুযোগ রয়েছে।’

এ সময় তিনি রাষ্ট্রদূতকে জানান, সরকারের তথ্যপ্রযুক্তি ও বিনিয়োগ বান্ধব নীতির ফলে বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত লাভজনক। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহবান জানান তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূত দেশের টেলিকম ও ডিজিটাল প্রযুক্তিসহ উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের এই অগ্রগতিতে রাশিয়া সবচেয়ে বেশি খুশি।’

ডিজিটাল মোস্তাফা জব্বার রাশিয়ার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর