Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের ফেরত পাঠাতেই হবে: সংসদে রওশন এরশাদ


১২ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৩

সংসদ ভবন থেকে: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছন, রোহিঙ্গা নিয়ে আমাদের বিরাট সমস্যা হবে। যদিও মানবিক কারণ তাদের আশ্রয় দেওয়া হয়েছে এখন সময় হয়েছে তাদের চলে যাওয়ার। রোহিঙ্গাদের মিয়ানমার ফিরে যেতে হবে। যেমন করেই হোক তাদের ফেরত পাঠাতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রায় ১২/১৪ লাখ রোহিঙ্গার দেখাশোনা আমরা করবো কিভাবে। তারা মাদক বিক্রি করছে, ইয়াবা বিক্রি করছ। পাসপোর্ট করে বিদেশ যাচ্ছে। রোহিঙ্গাদের বাংলাদেশে রাখা যাবে না। ওরা থাকলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন রওশন এরশাদ। বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধুর প্রশংসা করে বলেন, ‘তার মৃত্যুতে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে।’

ডেঙ্গু প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ডেঙ্গুর প্রভাবে বাংলাদেশের মানুষ বিপর্যস্ত। ডেঙ্গু জ্বর এমন ভাবে বেড়ে গিয়েছিল বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার লোক হাসপাতাল ভর্তি হয়েছে। অথচ আমরা নিজেরা যদি সচেতন থাকতাম তাহলে ডেঙ্গু প্রভাব বাড়তে পারতো না। এতো মানুষ মারা যেত না।’ এজন্য সবার আগে স্বাস্থ্যমন্ত্রীকে সচেতন হতে হবে। তিনি সচেতন হলে এসব রোগ থেকে জনগণ রক্ষা পাবে বলেও মন্তব্য করে বিরোধী দলীয় নেতা।

কিশোর গ্যাং সম্পর্কে তিনি বলেন, ‘এরা সন্ত্রাসী হচ্ছে, গুন্ডামি করছে। মাদক নিচ্ছে। মাদক এখানে সেখানে পৌঁছে দিচ্ছে। ওরা যদি গ্যাংয়ে রূপান্তরিত হয় তাহলে আমাদের ভবিষ্যত অন্ধকার। যারা শিক্ষা থেকে ঝরে পরছে তাদের আবার স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। শিশুশ্রম দূর করতে হবে। পরিবার ছাড়া এই গ্যাং কালচার দূর হবে না।’

বিজ্ঞাপন

বক্তব্যের একপর্যায়ে রওশন এরশাদ তার দলের চিফ হুইপকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘যেহেতু সরকারি দলের চিফ হুইপ মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন, সেহেতু বিরোধী দলীয় চিফ হুইপও মন্ত্রীর পদমর্যাদার দাবি রাখেন।’

রওশন এরশাদ রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর