Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা বেড়েছে, ঢাকার বাইরে বেশি যশোরে


১২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টা সময়ে ৭৫০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৩৪। এই ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ২৩৭ জন এবং ঢাকার বাইরে ৫১৩ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সর্বোচ্চ সংখ্যাক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে যশোরে। ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭৪ জন। এছাড়া বর্তমানে এই জেলায় ২৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যা দেশের অন্যান্য জেলার তুলনায় বেশি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৩৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৬৭৪ জন রোগী।

তিনি আরও জানান, চলতি বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন ৭৯ হাজার ৩৬৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ হাজার ১৪১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিন হাজার ২৯ জন। এখন পর্যন্ত ১৯৭ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৬০ জন ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর)।

আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা জানান, ২০১৯ সালে এখন পর্যন্ত আমাদের কাছে সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৯৭টি মৃত্যুর ঘটনা এসেছে। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১০১টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৬০ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৫১ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৩৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ৯ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ১৫ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে দুইজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে তিনজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৩ জন ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে একজন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬২ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ১১২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৬ জন ও খুলনা বিভাগে ২০০ জন, রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪৯ জন, বরিশাল বিভাগে ৬৪ জন, সিলেট বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলার হাসপাতাল ডেঙ্গু ঢাকা স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর