Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্ত


১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৫

ঢাকা: একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন শেষ করেন।

এদিন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। অপরদিকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন। এ অধিবেশন ছিল সংসদের সবচেয়ে স্বল্পকালীন ৪ কার্যদিবসের অধিবেশন।

বিজ্ঞাপন

অধিবেশন শুরু হয় গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে সমাপ্ত হয়। এ অধিবেশনে মোট ৫টি বিল উত্থাপন করা হয়। আর ১টি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়।

স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা, মন্ত্রী সভার সদস্যবৃন্দ, চিফ হুইপসহ হুইপগণ, বিরোধী দলের সদস্যসহ সকল সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্য, মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সমাপনী ভাষণের পর স্পিকার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

অধিবেশন একদশ জাতীয় সংসদ রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর