Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করুন: বিএনপিকে হানিফ


৬ ডিসেম্বর ২০১৭ ২২:৫৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৭ ২২:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা করেসপন্ডেন্ট

নির্বাচনে এসে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানালেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘নির্বাচন নিয়ে বিএরপির মাথাব্যথার শেষ নেই। তাহলে আগের নির্বাচনে কেন তারা আসেনি, সেটা আমার বোধগম্য হচ্ছে না। আশা করি, আপনারা বুঝতে পেরেছেন নির্বাচনে না আসলে আগামী নির্বাচনে অস্তিত্ব সঙ্কটে পড়তে হবে।’

বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণ সম্পর্কে তিনি বলেন, ‘এ দেশ সৃষ্টি হয়েছিল অপামর বাঙালির মহান ত্যাগের মাধ্যমে, আর এর মূল অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল ৭ মার্চের ভাষণ থেকে।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় উপস্থিত রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘৭ মার্চের ভাষণের দিনে আমিও একজন শ্রোতা ছিলাম। এই ভাষণের প্রতিটা বাক্য, শব্দ একটা একটা করে বিশ্লেষণ করা যায়।’

এ ছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা  মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ ।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

হানিফ

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর