Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরাও ভারতের মজলুমের পক্ষে আর জালেম মোদী সরকারের বিরুদ্ধে’


১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ভারতের কাশ্মীর ও আসামে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম। সমাবেশে সংগঠনের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জালেমের বিপক্ষে আর মজলুমের পক্ষে ছিলেন। আমরাও শেখ মুজিবের মতোই ভারতের মজলুমের পক্ষে এবং জালেম মোদী সরকারের বিরুদ্ধে থাকব।’

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লায় শাহী জামে মসজিদের গেইটে এই সমাবেশ হয়।

সমাবেশে জুনাইদ বাবুনগরী আরও বলেন, ‘কাশ্মীরের জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে ভারত সরকার। সেদেশের স্বাধীনতাকামী মুসলমানদের সন্ত্রাসী-জঙ্গি অপবাদ দিয়ে দমানোর ষড়যন্ত্র চলছে। কাশ্মীরের জনগণ জঙ্গি নয়, তারা স্বাধীনতাকামী। ১৯৭১ সালে আমাদের মুক্তিযোদ্ধারা লড়াই-সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করেছে। আমাদের মুক্তিযোদ্ধারা যেমন জঙ্গি নয়, কাশ্মীরের স্বাধীনতাকামীরাও জঙ্গি নয়।’

বিজ্ঞাপন

আসামের ১৯ লাখ মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার প্রসঙ্গ টেনে বাবুনগরী বলেন, ‘ভারত সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। নাগরিকত্ব ছাড়া লোকগুলো রাষ্ট্রহীন হয়ে পড়বে। আর রাষ্ট্রহীন এই মানুষগুলোকে তারা বাংলাদেশেই ঠেলে দিয়ে সংঘাত তৈরি করতে চায়।’

সমাবেশ থেকে ভারতীয় পণ্য বর্জনেরও আহ্বান জানিয়েছেন হেফাজতের এই নেতা।

হেফাজতের চট্টগ্রাম নগর শাখার সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতা লোকমান হাকিম, সরোয়ার কামাল আজিজী, আলী ওসমান, মঈনুদ্দিন রুহী, আজিজুল হক ইসলামাবাদী, জিয়াউল হোসাইন, ফজলুল করিম জিহাদী।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

আসাম কাশ্মীর বঙ্গবন্ধু হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর