Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বিয়ায় শিক্ষার্থীদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষ


১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৪

কলম্বিয়ার বোগোটা জেলায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নিম্নমানের স্বাস্থ্যসেবা, সংঘর্ষ বৃদ্ধি এবং সরকারি ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে পদযাত্রা বের করেন শিক্ষকরা। কিন্তু সেই পদযাত্রা ছাপিয়ে আলোচনায় আসে শিক্ষার্থীদের কর্মকান্ড। পদযাত্রা চলাকালীন বোগোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাতে এ খবর জানিয়েছে মস্কোভিত্তিক আরটি নিউজ।

বিজ্ঞাপন

ঐ ভিডিও থেকে দেখা যায়, মুখ ঢাকা অনেক শিক্ষার্থী দাঙ্গা পুলিশকে প্রথমে উত্যক্ত করে। তারপর রাস্তায় শিক্ষার্থীদের সাথে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দাঙ্গা পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়।

ভিডিও ধারণকারী স্থানীয় একজন সাংবাদকর্মী। তিনি আরটি নিউজকে জানান, দুই শতাধিক শিক্ষার্থীর সাথে প্রায় তিন ঘন্টা ব্যাপী পুলিশের এই সংঘর্ষ চলে।

কলম্বিয়া দাঙ্গা পুলিশ বোগোটা শিক্ষক শিক্ষার্থী সংঘর্ষ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর