Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ স্থগিত


১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেজ থেকে ঘৃণা ছড়ানোর প্রমাণের ভিত্তিতে, তার অফিসিয়াল পেজটি স্থগিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

ইন্ডিপেন্ডেন্ট জানাচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহুর পেজ থেকে একটি জাতিগত ঘৃণা সম্বলিত পোস্ট প্রকাশ করা হয়। ঐ পোস্টে উল্লেখ করা হয়, আরবদের নিয়ে গড়া কোন সরকারকে ভোটাররা সমর্থন দিতে পারেন না। যেহেতু, আরবরা আমাদের নারী, শিশু এবং লোকেদের ধ্বংস করতে চায়।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, নেতানিয়াহুর পেজ থেকে প্রকাশিত ঐ পোস্ট স্পষ্টতই তাদের ঘৃণা প্রচার সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করেছে, তাই ঐ পেজটি স্থগিত রাখা হয়েছে। একই সাথে ঐ পেজের স্বয়ংক্রিয় চ্যাটের সুবিধাও ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঐ পোস্ট তিনি লিখেননি।
কান রেসেট বেট রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার স্টাফদের ভুলের কারণেই হয়তো ফেসবুক পেজে ঐ পোস্টটি প্রকাশিত হয়েছে।

এদিকে, ৬৯ বয়সী নেতানিয়াহু আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন। এ নির্বাচনে তিনি ডানপন্থি জাতীয়তাবাদীদের সমর্থনের আশায় একের পর এক কট্টোর ধারণার অবতারনা করে যাচ্ছেন। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) তিনি পশ্চিম তীরের জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার ঘোষণা দেন। কিন্তু এই সংযুক্তিকরণ প্রস্তাব আন্তর্জাতিক আইনের পরিপন্থি। তারপরও নেতানিয়াহু তার সমর্থকদের জন্য ইশতেহার হিসেবে এই প্রস্তাব ঘোষণা করেছেন।

নির্বাচন পর্যবেক্ষকরা ধারণা করছেন, নেতানিয়াহুর ডানপন্থি লিকুড পার্টির সাথে মধ্য-ডানপন্থি ব্লু এন্ড হোয়াইট পার্টির তীব্র প্রতিযোগিতা হতে পারে।

এর আগে, এপ্রিলে বেনিয়ামিন নেতানিয়াহু বিরাট ব্যবধানে জয়ী হলেও, তার দল নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হয়। তাই তিনি ছয় মাসের জন্য আইনসভা দ্বিতীয় দফায় স্থগিত করে দেন। এবং সেপ্টেম্বরের এই নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।

ইসরায়েল প্রধানমন্ত্রী ফেসবুক ফেসবুক পেজ বেনিয়ামিন নেতানিয়াহু স্থগিত

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর