ড্রোন হামলা: সৌদির তেল প্রক্রিয়াজাত কেন্দ্রে আগুন
১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৮
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত দুইটি প্রধান তেল প্রক্রিয়াজাত কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে আবকায়িক তেল ক্ষেত্রে প্রথম হামলা হয়। হামলায় আরামকো কোম্পানির ঐ তেল প্রক্রিয়াজাত কেন্দ্রে আগুন লেগে যায়। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
দ্বিতীয় ড্রোন হামলার ঘটনা ঘটে সৌদি আরবের পশ্চিমে খুরাইশ তেলক্ষেত্রে। দুইটি তেলক্ষেত্রের আগুনই এখন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রথম ড্রোন হামলার জন্য ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। কিন্তু দ্বিতীয় ড্রোন হামলার জন্য কাউকে এখন পর্যন্ত দায়ী করা হয়নি।
এর আগেও, হুতি বিদ্রোহীরা সৌদি আরবের কয়েকটি তেল ও গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা চালিয়েছিল।
এদিকে, ২০১৫ সাল থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লড়াই অব্যাহত আছে। তারই অংশ হিসেবে প্রায় প্রতিদিনই উভয় পক্ষেই বিমান ও ড্রোন হামলার মতো ঘটনা ঘটে থাকে।