Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারা ফটক থেকে ফিরে গেলেন বিএনপিপন্থী আইনজীবীরা


৯ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৫

স্টাফ করেসপন্ডেন্ট

কারা ফটকে দুই ঘণ্টা অপেক্ষার পরও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে ফিরে গেলেন বিএনপিপন্থী আইনজীবীরা।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তারা পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারা ফটকে পৌঁছান। তাদের মধ্যে ছিলেন  ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, জাকির হোসেন ভূঁইয়া, এসএম জুলফিকার।

এ সময় মাহাবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আমরা কারা কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেই এসেছিলাম। একজন ভিভিআইপি হিসেবে খালেদা জিয়াকে যেন কারাগারে সর্বোচ্চ সুবিধা দেওয়া হয় সে ব্যাপারে দরখাস্ত জমা দিতে এসেছিলাম। কিন্তু কারা কতৃপক্ষ আমাদের দরখাস্ত জমা নেননি।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, তারা ভয় পেয়েছেন। যদি দরখাস্ত গ্রহণ করা হয়, তাহলে কতৃপক্ষ তাদের ওপর নাখোশ হবে।’

সাবেক প্রধানমন্ত্রীর ডিভিশন চেয়ে আবেদন করা ওই দরখাস্তে উল্লেখ করা, ৭৫ বছর বয়সী একজন প্রবীণ নাগরিক হিসেবে নানা রকম শারিরীক সমস্যায় ভুগছে। এ কারণে তার নিয়মিত শারিরীর চেক-আপের প্রয়োজন। এ ছাড়া হাঁটুতে অস্ত্রপচারের কারণে তার নিয়মিত চেক-আপ ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুমসহ প্রশস্ত রুমের প্রয়োজন।

খালেদা জিয়া মানসিকভাবে শক্তিশালী আছে জানিয়ে মাহাবুব উদ্দিন খোকন বলেন, তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে তার কারাগারের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে। তবে দরখাস্ত না নেওয়ার ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক।

সারাবাংলা/এসআর/এমআই

 

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর