রোহিঙ্গা প্রত্যাবাসন: আবারও কক্সবাজারে চীনা প্রতিনিধি দল
১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৫
কক্সবাজার: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার গেছে চীনের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে দলটি। সেখান থেকে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন তারা।
লি জিমিং ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন আরও আট সদস্য। মূলত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন দলটির সদস্যরা। বিকেলে জেলা প্রশাসন ও ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট যেদিন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেদিনও প্রতিনিধি দল পাঠায় চীন। চীনের প্রতিনিধির উপস্থিতিতে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করে সরকার। কিন্তু রোহিঙ্গারা রাজি না হওয়ায় সে প্রত্যাবাসন প্রক্রিয়া আটকে যায়।