Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মাস ধরে বেতন-ভাতা নেই, মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকার সড়কগুলোতে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে মিরপুর-১ গোলচত্বর এলাকায় জারা জিন্স অ্যান্ড নিটওয়্যার লিমিটেড কোম্পানির শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, গত তিনমাস ধরে তারা বেতন-ভাতা পাচ্ছেন না। এমনকি দফায় দফায় কারখানা কর্তৃপক্ষ সময় চাইলে কার্যকরী কোনো সমাধানও পাচ্ছেন না। তাই নিরুপায় হয়ে তারা রাস্তায় নেমেছেন।

আন্দোলনরত শ্রমিক সুমাইয়া জাহান সারাবাংলাকে বলেন, ‘গত কয়েকমাস বেতন পাচ্ছি না। কেউ কেউ চাকরি ছেড়ে যেতে চাইলেও বলা হয়েছে চাকরি ছাড়লে পাওনা টাকা দেবে না। তাই কেউ চাকরি ছাড়তে পারছি না। আমরা শরীরের রক্ত-মাংস পানি করে শ্রম দিচ্ছি। কিন্তু আমাদের মূল্য পরিশোধ তারা কেন এত তালবাহানা করবে? আমরা আমাদের পাওনা টাকা চাই।’

বিজ্ঞাপন

অপর পোশাক শ্রমিক রোকসানা আক্তার বলেন, ‘ঈদের আগেও আমরা পাওনা টাকার দাবিতে এখানে বিক্ষোভ করেছিলাম। তখন আমাদেরকে বলা হয়েছিল, শিগগিরই টাকা দিয়ে দেবে। কিন্তু ঈদ গেল, টাকা দেওয়ার নাম নেই। সর্বশেষ বলা হয়েছিল ১২ সেপ্টেম্বর টাকা দেবেন। গতকাল গার্মেন্টে গিয়ে দেখি গেটে তালা ঝুলছে।’

তিনি আরও বলেন, ‘ঈদের আগে আন্দোলনের সময় সমস্যা সমাধানে বিজিএমইএ আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন তারাও কোনো সাড়া দিচ্ছে না। তাই আমরা উপায় না পেয়ে রাস্তায় নেমেছি।’

এদিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান মিরপুর জোনের ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) তাহসিনা আরিফ।

তিনি সারাবাংলাকে বলেন, ‘শ্রমিকদের দাবি ন্যায্য। কিন্তু সড়কেও ভোগান্তি সৃষ্টি হয়েছে। তাদের অবরোধের কারণে মিরপুর-১ এর সনি সিনেমা হল, মুক্তিযোদ্ধা ক্রসিং, রাইনখোলাসহ মোটামুটি সব দিকের সড়কে যান চলাচল বন্ধ। তারা ঈদের আগেও বসেছিল বেতন-বোনাসের দাবিতে। তখন তো শুনেছি, তাদের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এখনও তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। তাই ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

পোশাক শ্রমিক বেতনভাতা মিরপুর সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর