রং সাইডে এসে তিনজনকে পিষে দিলো শ্যামলী পরিবহনের বাস
১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৫
কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রং সাইডে চলে এসে একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— কাজল, সজল ও শাহীন। কাজলের বাড়ি সানন্দা গ্রামে। সজল ও শাহীনের বাড়ি লালমতি গ্রামে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলটি বিশ্বরোড ধরে পদুয়ার বাজারের দিকে আসছিল। অন্যদিকে হোটেল নূরজাহান থেকে যাত্রা বিরতি শেষে হাইওয়েতে উঠে আসে শ্যামলী পরিবহনের বাসটি। রং সাইডে এসে বাসটি ইউ টার্ন নিতে গেলে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ এবং বাসটির চালক হামিদুল ইসলামকে আটক করা হয়েছে। তিনজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।