দ্বিতীয় অধ্যায়ে শুরু ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ প্রতিযোগিতা
১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১০
ঢাকা: ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’— স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ এর দ্বিতীয় অধ্যায়। রোববার (১৫ সেপ্টেম্বর) আইসিটি টাওয়ারে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প’ বা ‘আইডিয়া প্রকল্প’ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আওতাধীন দেশের শীর্ষস্থানীয় তরুণদের প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ এর সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ এর দ্বিতীয় অধ্যায়ে অনলাইনে নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে-
www.s2s.startupbangladesh.gov.bd ঠিকানায়।