চট্টগ্রামে ধর্ষকের যাবজ্জীবন
১৫ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫০
চট্টগ্রাম ব্যুরো: ধর্ষণের মাধ্যমে সন্তান জন্মদানের পর বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অপরাধে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তার ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মশিউর রহমান এই আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আহমদ উল্লাহ মামুন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার শহিদ উল্লাহর ছেলে। আসামি ঘটনার পর থেকেই পলাতক আছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার।
মামলার এজাহারে আনা অভিযোগের ভিত্তিতে আইনজীবী জেসমিন সারাবাংলাকে জানান, ২০১১ সালের ২ অক্টোবর থেকে মামুন তারই এলাকার এক তরুণীকে একাধিকবার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে মামুন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরবর্তী সময়ে ওই নারীর এক কন্যাসন্তান জন্ম নেয়।
২০১২ সালের ২১ সেপ্টেম্বর মামুন ওই তরুণীকে চূড়ান্তভাবে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ২৪ সেপ্টেম্বর সে মামুনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। বিচারিক হাকিমের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আসামির বিরুদ্ধে ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন আদালত।
জেসমিন আক্তার আরও জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন। একই আইনের ১৩ ধারায় আদালত ওই তরুণীর কন্যা সন্তানের বিয়ে না হওয়া পর্যন্ত রাষ্ট্রকে তার ভরণপোষণ নির্বাহের আদেশ দেন।