জমিতে বেশি সার ব্যবহার না করার আহ্বান কৃষিমন্ত্রীর
১৫ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৪
ঢাকা: জমিতে বেশি পরিমাণে সার ব্যবহার না করার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নাইট্রোজেন সারের ব্যবহার ৩০-৩৪ শতাংশ পর্যন্ত ফসলের উৎপাদন বাড়ায়। আবার এর অধিক ব্যবহারের ফলে জমির ঊর্বরতাও কমে যায়। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নাইট্রোজেন সারের ব্যবহার শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কৃষকরা অনেক সময় না জেনে জমিতে বেশি বেশি সার ব্যবহার করেন। এতে নাইট্রোজেন বাতাসে মিশে পরিবেশ দূষণ করে, আবার পানিতে মিশে মানুষের জন্য ক্ষতির কারণ হয়। তাই এর ব্যবহার পরিমিত করতে হবে এবং পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে।’
সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘সবার জন্য নিরাপদ ও পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য নিশ্চত করতে কৃষকদের সচেতন করতে হবে। অধিক সার ব্যবহারের ফলে পরিবেশ ও মানুষের জন্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা কৃষকদের জানাতে হবে। কৃষিকাজে জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে নাইট্রোজেন সরবরাহ করা হয়। আমাদের কৃষিকর্মের প্রয়োজনে হেক্টর প্রতি আবাদি জমিতে রাসায়নিক সারের ব্যবহার অনেক।’
এতে আরও বক্তব্য রাখেন ড. মো. মিজানুর রহমান, আইএনএমএ’র পরিচালক প্রফেসর ড. মার্ক এ সুত্তন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক ড. মো. শাজাহান কবীর, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. গিয়াস উদ্দিন মিয়াসহ প্রমুখ।