Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ গ্রেফতার


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৭

জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভা সদস্য, ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ফারুক আবদুল্লাহকে আগস্টের ৫ তারিখ থেকে গৃহবন্দি রাখার পর, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে জননিরাপত্তা আইনে (পিএসএ) গ্রেফতার করা হয়েছে। খবরে জানিয়েছে দ্য অয়্যার।

এই জননিরাপত্তা আইনের অধীনে কোনো ট্রায়াল ছাড়াই গ্রেফতারকৃতকে দুই বছর পর্যন্ত আটক রাখা যায়।

আগস্টের ৫ তারিখ থেকে ফারুকের গৃহবন্দিত্ব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ আগস্টের ৬ তারিখে বলেছিলেন, ‘না তাকে আটক রাখা হয়েছে, না তিনি সাজা প্রাপ্ত হয়েছেন, তিনি যা করছেন সব নিজের ইচ্ছায়’। যদিও ফারুকের পক্ষ থেকে তখন দুইজন এনসি নেতা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে মিথ্যাচার করেছেন।

এর আগে, দ্য হিন্দু পত্রিকা সে সময় জানিয়েছিল ৩৭০ ধারা বাতিল করার আগে নরেন্দ্র মোদি ফারুক আবদুল্লাহ এবং তার পুত্র ওমর আব্দুল্লাহর সাথে দেখা করেছিলেন।

এদিকে সোমবার (১৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জারি করা এক নোটিশে জানানো হয় ফারুক আব্দুল্লাহর মামলাটি শুনানির দিন আগামী সেপ্টেম্বরের ৩০ তারিখ ধার্য করা হয়েছে।

কাশ্মির গ্রেফতার ফারুক আবদুল্লাহ ভারত মুখ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর