Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সফরে ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০০

ঢাকা: ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক কৃষ্ণস্বামী নটরাজন বাংলাদেশ সফর করছেন। তার সফরসঙ্গী হিসেবে দু’জন প্রতিনিধি রয়েছেন। ঢাকার ভারতীয় দূতাবাস সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস থেকে জানানো হয়, গত রোববার (১৫ সেপ্টেম্বর) কৃষ্ণস্বামী নটরাজন বাংলাদেশ সফরে এসেছেন। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন।’

সফরকালে ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নৌবাহিনী প্রধান ও কোস্ট গার্ডের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ভারত ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

ভারতীয় কোস্ট গার্ড প্রধানের এই সফর বাংলাদেশের সমুদ্রসীমায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে এবং দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সফর ভারতীয় কোস্ট গার্ড