Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১২

বান্দরবান: অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে বান্দরবান সদর উপজেলা যুবলীগের সভাপ‌তি ক্যা‌চি অং মারমাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাস‌কের কার্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দুদকের উপপ‌রিচালক মো. জাফর সাদেক শিবলী। এ সময় বান্দরবান অগ্রণী ব্যাংকের সহ মহাব্যবস্থাপক বিজয় বড়ুয়া উপ‌স্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জাফর সাদেক জানান, জালিয়াতির অভিযোগে গত ২১ জুলাই চট্টগ্রা‌মের জিইসি মোড়ের বাসা থেকে বান্দরবান বাজার শাখার সাবেক ব্যবস্থাপক নিবারণ চন্দ্র তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার ক‌রা হয়। ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে অগ্রণী ব্যাংকের ২৮ লাখ ৯০ হাজার টাকা ঋণ নিতে ক্যা‌চি অং মারমাকে সহায়তা করেছিলেন তিনি।

ক্যা‌চি অং মারমাসহ কয়েকজন অগ্রণী ব্যাংক থেকে ২৮ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেছিলেন। আদা ও হলুদ চাষীদের ঋণ সহায়তা দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন তারা। অভিযোগ ওঠে চাষীদের মধ্যে মাত্র ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। বাকি ২৭ লাখ ৭০ হাজার টাকা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তারা আত্মসাত করেন। প্রাথমিক তদন্তে দুদক অভিযোগের সত্যতা পায়— বলেন জাফর সাদেক।

অগ্রণী ব্যাংক অর্থ আত্মসাৎ ক্যা‌চি অং মারমা দুদক বান্দরবান যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর